মঙ্গলবার, ৫ জুন ২০১৮
দক্ষিণ বংশীকুণ্ডায় চারাগাছ বিতরণের মধ্য দিয়ে কারিতাসের বিশ্ব পরিবেশ দিবস পালন
Home Page » বিবিধ » দক্ষিণ বংশীকুণ্ডায় চারাগাছ বিতরণের মধ্য দিয়ে কারিতাসের বিশ্ব পরিবেশ দিবস পালনস্টাফ রিপোর্টার,বঙ্গনিউজঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দক্ষিন বংশীকুন্ডা ইউনিয়নের লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আজ ৫ জুন জলবায়ুসহনশীল কৃষিপ্রকল্প,কারিতাস,ময়মনসিংহ-অঞ্চল কর্তৃক বিশ্বপরিবেশ দিবস পালন করা হয়েছে।দিবসে পরিবেশ দিবসের বিশেষ আলোচনায় অংশ গ্রহণ করেন কারিতাসের দক্ষিণ বংশীকুণ্ডা জোনের মাঠ কর্মকর্তা রতন বর্মন,লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক,কবি জীবন কৃষ্ণ সরকার,প্রভাষক রিপন আহমেদ,গর্ভর্ণিং বডির সদস্য মোঃ ফজলুল হক প্রমূখ।সমগ্র অনুষ্ঠাণটি পরিচালনা করেন কারিতাসের দক্ষিণ বংশীকুণ্ডা জোনের কমিউনিটি এ্যানিমেটর মজিবুর রহমান সৌরভ।সভায় বক্তারা পরিবেশের সচেতনতার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্তৃক পরিবেশ সচেতনতার উপর গণ নাটক পরিবেশিত হয়।পরে শিক্ষার্থীদের মাঝে প্রায় ২০০ চারা গাছ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:৪৭:৫২ ৭৯১ বার পঠিত