সোমবার, ৪ জুন ২০১৮
একান্ত স্বাক্ষাতকারে বিশিষ্ট লেখক,সাহিত্যিক ও কবি গুলশানরা রুবী
Home Page » মুক্তমত » একান্ত স্বাক্ষাতকারে বিশিষ্ট লেখক,সাহিত্যিক ও কবি গুলশানরা রুবীস্বাক্ষাতকার নিয়েছে বঙ্গ-নিউজের স্টাফ রিপোর্টার আল-আমিন আহমেদ সালমান”
আল-আমিন : আসসামু আলাইকুম, কেমন আছেন?
গুলশানারা রুবী : ওয়াআলাইকুম আস সালাম,ভাল আছি। আপনি কেমন আছেন?
আল-আমিন :আলহামদুলিল্লাহ, আমারর প্রথম প্রশ্ন আপনি তো একজন
কবি,সাহিত্যিক ও লেখক, আপনার জন্মস্থান বাংলাদেশের কোন জেলায়?
গুলশানারা রুবী : জ্বী, আমার জন্মস্থান হবিগঞ্জের মোহনপুরে।
আল-আমিন : আপনি,কখন থেকে লেখালেখি শুরু করেছিলেন এবং আপনার প্রথম লেখা কি ছিল?
গুলশানারা রুবী : আমার লেখালেখি শুরু হয়েছিল ১৯৮৬ সাল থেকে তখন আমি সপ্তম
শ্রেনীতে পড়তাম। এবং প্রথম লেখা কবিতা হচ্ছে,”চড়ুই পাখি”।
আল-আমিন : আপনিতো,অনেকগুলো কাব্যগ্রন্থ্য ও উপন্যাস লিখেছেন। আপনার প্রথম লেখা বইয়ের নাম কি?
গুলশানারা রুবী : আমার প্রথম লেখা কাব্যগ্রন্থের নাম ” মনের কথা”।যেটি ২০০৯ সালে প্রকাশিত হয়। ২০১৫ সালে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ্য”অপেক্ষা”,২০১৬ সালে উপান্যাস ভালবাসার কমলাদীঘি,২০১৭ সালে উপান্যাস”জীবন নদীর মোহনায়” এবং ২০১৮ সালের বইমেলায় আরোও দুটি বই প্রকাশিত হয়।একটি হচ্ছে আত্নজীবনি মূলক “লন্ডনী বধূর আত্নকথা” অন্যটি উপান্যাস”না বলা কথা”।
আল-আমিন : “লন্ডনী বধূর আত্নকথা” বইটির মূল প্রেক্ষাপট কি?
গুলশানারা রুবী: “লন্ডনী বধূর আত্নকথা” বইটির মূল প্রেক্ষাপট হচ্ছে, একটি মেয়ের বাল্য বয়সে বিয়ে হওয়ার পর শশুর-শ্বাশুরী সম্পর্কে ধারনা, স্বামী সম্পর্কে এবং পরিবার সম্পর্কে ধারানা তাই হলো বইটির মূল প্রেক্ষাপট। আমার নিজের জীবন অবলম্বনে লেখা। আমার বিশ্বাস আমাদের সমাজের বাল্য বিবাহ রোধে বইটি অগ্রণী ভূমিকা পালন করবে।
আল-আমিন : যাই হোক,দাম্পত্য জীবনে আপনি কয় সন্তানের জননী? আপনার স্বামী ফরিদ উদ্দীনের সাথে লন্ডনে প্রবাস জীবন পার করছেন? আপনারা কি ঐ রাষ্ট্রের নাগরিক?
গুলশানারা রুবী: দাম্পত্য জীবনে আমি চার সন্তানের জননী, আমার স্বামী আমাদের নিয়ে বিয়ের পর লন্ডনে ফাড়ি জমান।সেখানে আমাদের চার সন্তানকে নিয়ে আমরা এখন স্থায়ীভাবে বসবাস করছি।
আল-আমিন: আপনার জন্য বঙ্গ-নিউজের পক্ষ থেকে শুভ কামনা।দেশ ও জাতির জন্য লিখে যান অবিরত।
গুলশানারা রুবী: আমার স্বাক্ষাতকারের জন্য বঙ্গ-নিউজকে ধন্যবাদ ও সামনে এগিয়ে যাওয়ার জন্য শুভ কামনা।
বাংলাদেশ সময়: ১০:১৮:৪৪ ১৪৯২ বার পঠিত