রবিবার, ৩ জুন ২০১৮

কলকাতার গিরিশ মঞ্চে আয়োজিত হল ছন্দসীর কবিপ্রণাম

Home Page » বিনোদন » কলকাতার গিরিশ মঞ্চে আয়োজিত হল ছন্দসীর কবিপ্রণাম
রবিবার, ৩ জুন ২০১৮



 ছন্দসীর কবিপ্রণাম

বঙ্গ-নিউজ কলকাতা প্রতিনিধিঃ  সম্প্রতি কলকাতার গিরিশ মঞ্চে আয়োজিত হল ছন্দসীর কবিপ্রণাম। ভাবনায় সুমন পান্থী। এই মনোজ্ঞ সন্ধ্যায় যাদের গান সব শ্রোতা দের আনন্দ দিল তারা হলেন ডা শ্রীকুমার চ টটপাধ্যায়, চন্দ্রাবলী রুদ্র দত্ত, সুমন পান্থী, দেবশ্রী বিশ্বাস, দেবলীনা দাস, মহুয়া মঞ্জরী, কৃষ্ণেন্দু দে, সাবিনা ইয়াসমিন সাথী, সারিকা সরদার, সাগরিকা মজুমদার, অশেষ সান্যাল, অনুপূর্বা বন্দ্যোপাধ্যায়। সম্মেলক নিবেদনে নজর কাড়ে ইন্দিরা, শতভিসা, পুনশ্চ।
মাঝে রবীন্দ্রনাথের বিদেশি সুর অবলম্বন এ রচিত গানের সঙকলন ওগো বিদেশিনী পরিবেশন করে বাগুইআটি নৃত্যাঙগন। শুভময় সেনের পরিচালনার মুন্সিয়ানায় ও দৃপ্ত গায়নে এক অনন্য মাত্রা পায় এই গীতি আলেখ্য।
শেষে ছটি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান সহযোগে নৃত্যগীতিআলেখ্য পরিবশন করে বাগুইআটি নৃত্যাঙগনের শিল্পী রা। পোশাক পরিকল্পনা, কোরিওগ্রাফি, আলোক সম্পাত ও পরিশীলিত নৃত্য নির্মিতি র গুণে আলেখ্যটি হয়ে ওঠে সর্বাঙ্গ সুষমাময়। যা শ্রোতাদের পৌছে দেয় আনন্দের অলিন্দে। পরিচালনা - জয়িতা বিশ্বাস। সহ পরিচালনা -অরিন্দম সরকার ও শিঞ্জিনী বিশ্বাস। ধ্বনি - হাসি পাঞ্চাল। সঞ্চালনা - বিংশতি বসু মুখোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:২০   ১১৪৪ বার পঠিত   #  #  #  #  #  #