রবিবার, ৩ জুন ২০১৮
উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যার প্রধান ২ আসামি গ্রেফতার
Home Page » জাতীয় » উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যার প্রধান ২ আসামি গ্রেফতার
বঙ্গ-নিউজ: রাঙ্গামাটি জেলার বানিয়াচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সাভারের আশুলিয়া থেকে গতকাল বিকেলে আশুলিয়ার বুড়ির বাজার এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- রাঙ্গামাটির বাসিন্দা রিপন চাকমা ও সুনীল ত্রিপুরা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফরহাদ ছোটন জানান, রাঙ্গামাটিতে উপজেলা চেয়ারম্যান হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি আশুলিয়ায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে বুড়ির বাজার এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তিনি জানান, চেয়ারম্যান শক্তিমান চাকমাকে হত্যার পর থেকেই এ দুই আসামি আশুলিয়ায় আত্মগোপন করেছিল।
বাংলাদেশ সময়: ১২:৫৭:১৫ ৪৯১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম