শনিবার, ২ জুন ২০১৮
সাভার ক্লাব কর্তৃক প্রতিভা অন্বেষণ ২০১৮ এর সেরা শিশু শিল্পী `একান্ত’
Home Page » বিনোদন » সাভার ক্লাব কর্তৃক প্রতিভা অন্বেষণ ২০১৮ এর সেরা শিশু শিল্পী `একান্ত’
স্বপন চক্রবর্তী,বঙ্গ-নিউজ: সাভার ক্লাব, সাভার, ঢাকা কর্তৃক আয়োজিত প্রতিভা অন্বেষণ ২০১৮ এর সেরা শিশু শিল্পী নির্বাচিত হয়েছে সরকার একান্ত ঐতিহ্য। সে শিশু বিভাগে সঙ্গীত প্রতিযোগিতায় তিনটি ইভেন্টে (দেশাত্মবোধক, রবীন্দ্র, নজরুল) প্রথম হওয়ার গৌরব অর্জন করে। একান্ত সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সাভার ক্লাব বেশ কয়েক বছর যাবত সাভার ঊপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। সম্প্রতি ক্লাব প্রাঙ্গনে বর্ষবরণ ১৪২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা-১৯ সাভার আসনের সংসদ সদস্য ডা: মো: এনামুর রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন সাভারের পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি, সোনালী ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ, কে, এম সাজেদুর রহমান খান। পুরস্কার বিতরণ শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আয়োজনের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন ক্লাব সভাপতি আব্দুল কাদের তালুকদার এবং সেক্রেটারী আব্দুল বাকী। একান্তর পিতা রঞ্জন কুমার সরকার অগ্রণী ব্যাংকের একজন এসপিও। সে সকলের শুভেচ্ছা,দোয়া ও আশীর্বাদ প্র্রত্যাশী।
বাংলাদেশ সময়: ১৪:০৮:৪৮ ১১৯৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম