শনিবার, ২ জুন ২০১৮
বিএনপি নিজেরাই নির্বাচন থেকে সরে যেতে চাইছে:ওবায়দুল কাদের
Home Page » জাতীয় » বিএনপি নিজেরাই নির্বাচন থেকে সরে যেতে চাইছে:ওবায়দুল কাদের
বঙ্গ-নিউজ: নির্বাচনে জিতবে না এই আশঙ্কায় বিএনপি নিজেরাই নির্বাচন থেকে সরে যেতে চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১ জুন) রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে ঈদপূর্ব সড়ক ও যানবাহনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক অভিযানে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি ওই এলাকার একটি বাসের ওয়ার্কশপে গিয়ে ফিটনেসবিহীন গাড়িতে রং করতে দেখতে পান।
সেতুমন্ত্রী বলেছেন, ঈদে রাস্তার জন্য কোন যানজট হবে না। তার আশঙ্কা ফিটনেসবিহীন গাড়ি ও রং সাইডে চলার প্রবণতা নিয়ে। বিআরটিএ কে নির্দেশ দেন ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার।
‘রাষ্ট্রপতির ক্ষমায় শীর্ষ সন্ত্রাসীরা ছাড়া পেলেও বেগম খালেদা জিয়ার মুক্তি মিলছে না’ বিএনপির এমন সমালচনার জবাবে তিনি বলেন, যেই দল ৭ ধারার মতো একটা বিষয়কে গঠনতন্ত্র থেকে বাদ দিয়ে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ, দণ্ডিত দল; কানাডার ফেডারেল আদালতে যারা বিশ্ব স্বীকৃত সন্ত্রাসী দল, সেই দলের এ নিয়ে কোনো অধিকার নেই।
বাংলাদেশ সময়: ৮:০৩:৩০ ৪৪১ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম