শুক্রবার, ১ জুন ২০১৮

বৃষ্টি তুমি- ঋত্বিক বন্দোপাধ্যায়

Home Page » সাহিত্য » বৃষ্টি তুমি- ঋত্বিক বন্দোপাধ্যায়
শুক্রবার, ১ জুন ২০১৮



 বৃষ্টি তুমি

আকাশ তুমি মেঘলা কেনো
বকলো তোমায় কে ?
রোদের সাথে আজ কি তোমার
ঝগড়া হোয়েছে ?
তানা হলে সকাল থেকে
কানসো কেনো এতো ?
তোমার কি মনটা খারাপ
আমারই মতো ?

ঋত্বিক বন্দোপাধ্যায়

বাংলাদেশ সময়: ২১:২৯:১৮   ১১৩৯ বার পঠিত   #  #  #  #  #  #  #