শুক্রবার, ১ জুন ২০১৮

রেলের ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু

Home Page » জাতীয় » রেলের ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু
শুক্রবার, ১ জুন ২০১৮



 ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ ট্রেনের ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। সকাল ৮টা থেকে রাজধানীর কমলাপুর স্টেশনের ২৬টি কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে।

আজ বিক্রি হচ্ছে আগামী ১০ জুনের টিকিট। চট্টগ্রাম স্টেশন থেকেও আগাম টিকিট বিক্রি করা হচ্ছে আজ।

কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, টিকিটের জন্য মানুষের দীর্ঘ লাইন। কয়েকজনের সঙ্গে কথা বলে যায়, তারা সেহরি খাওয়ার পরই লাইনে এসে দাঁড়িয়েছেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর যারা টিকিট পাচ্ছেন তাদের চোখেমুখে যেন তৃপ্তির হাসি।

আগামী ৬ জুন পর্যন্ত আগাম টিকিট বিক্রি করা হবে। ২ জুন ১১ জুনের টিকিট, ৩ জুন ১২ জুনের টিকিট, ৪ জুন ১৩ জুনের টিকিট, ৫ জুন ১৪ জুনের টিকিট এবং ৬ জুন ১৫ জুনের টিকিট দেওয়া হবে। ফিরতি টিকিট ছাড়া হবে ১০ জুন থেকে।

বাংলাদেশ সময়: ১১:০৭:০৮   ১০৩৮ বার পঠিত   #  #  #  #  #  #  #