
শুক্রবার, ১ জুন ২০১৮
সোনার বাংলাদেশ- মাফরূহা বেগম
Home Page » সাহিত্য » সোনার বাংলাদেশ- মাফরূহা বেগম
যে দেশে নদীরা রূপালী রেখায়
সাগরের পানে ধায়,
কুন্জে কুন্জে ফুলের সুরভি
বহে সুমন্দ বায়।
যে দেশে পাখিরা ভোর হতে জাগে উতরোল কলরোলে
সন্ধাবেলায় যে দেশে আকাশে
তারার চাঁদোয়া দোলে।
শস্যখেতের মাঠে মাঠে যেথা
বাতাস ঢেউ জাগায়,
নদীর বুকেতে মাঝিরা যে দেশে
ভাটিয়ালী গান গায়।
কৃষানেরা যেথা মাতোয়ারা হয়
ধানকাটা পার্বনে,
ফাল্গুনে যেথা রক্তবরণ
কৃষ্ণচূড়ার বনে।
গ্রীস্মে যে দেশে ফলের বাগানে
মুকুল মন্জরিত
মধুলোভে যেথা মৌমাছি সব
ভীড় করে অবিরত।
বর্ষার সোঁদা মাটীর গন্ধে
মন কোথা ভেসে যায়,
বৃষ্টিধারার গানের ছন্দে
সুর খুজে খুজে পাই।
গল্পগাথায় যে দেশের মাটি
ভরে আছে অফুরান
যে দেশের বুকে ঘুমিয়ে রয়েছে
কত অমূল্য প্রান।
সে যে আমার জন্মভূমি
সোনার বাংলাদেশ,
বড় ভালবাসি,কত ভালবাসি
নেই যার কোন শেষ।
বাংলাদেশ সময়: ৫:৫৫:৪৭ ২৯৭১ বার পঠিত #bangla news #bd news #breaking news #daily online news #hot news #mafruha begum