বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮

খালেদা জিয়ার জামিন ২৪ জুন পর্যন্ত স্থগিত

Home Page » জাতীয় » খালেদা জিয়ার জামিন ২৪ জুন পর্যন্ত স্থগিত
বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮



 ফাইল ছবি বঙ্গ-নিউজ: কুমিল্লায় হত্যা ও নাশকতার দুই মামলায় খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন ২৪ জুন পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। পাশাপাশি এই দুই মামলায় নিয়মিত লিভ টু আপিল দাখিলের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৩১ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এদিন আপিল বিভাগে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের ওপর শুনানি শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদার পক্ষে উপস্থিত ছিলেন খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

এর আগে গত ২০ মে কুমিল্লার দুটি ও নড়াইলের একটি মামলায় জামিন আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। ২১ মে ওই কোর্টের কার্যতালিকায় দুটি আবেদন ওঠে। এ দুই আবেদন শুনানির জন্য ডাকার পর অ্যাটর্নি জেনারেল প্রস্তুতির জন্য সময় চান।

আদালত দুই আবেদনের শুনানির জন্য ২২ মে আড়াইটায় সময় নির্ধারণ করেন। কিন্তু ওইদিন এক মামলায় খালেদার আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের শুনানি অসমাপ্ত থাকার পর তা ২৩ মে পর্যন্ত মুলতবি করা হয়। পরে আবারও শুনানি ২৪ মে পর্যন্ত মুলতবি করেন আদালত। ওইদিন ওই মামলাটির জামিন আবেদন শুনানি শেষ হয়।

বাংলাদেশ সময়: ১২:০৮:০২   ৫০১ বার পঠিত   #  #  #  #  #  #