বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮

‘দেশে কোনো লোডশেডিং নেই’ :প্রতিমন্ত্রী নসরুল হামিদ

Home Page » জাতীয় » ‘দেশে কোনো লোডশেডিং নেই’ :প্রতিমন্ত্রী নসরুল হামিদ
বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮



 

ছবি সংগৃহীত বঙ্গ-নিউজ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দাবি করেছেন দেশে কোনো বিদ্যুতের লোডশেডিং নেই।

বুধবার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে এমন দাবি করেন তিনি।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বর্তমানে বাংলাদেশে কোনো লোডশেডিং নেই। সম্প্রতি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত একটি পরিসংখ্যান চালানো হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে দেশের ৮৬ দশমিক ৫ শতাংশ মানুষই বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট।

পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিদ্যুৎ আমদানি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে আমাদের খরচ হবে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার। এরসঙ্গে ৪০০ একর জায়গা, সাড়ে ৩ বছর সময়, ট্রান্সমিশন খরচ ইত্যাদি প্রয়োজন। ফলে বিদ্যুতের দাম আরো বেড়ে যাবে।  সে তুলনায় ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ করা হলে এ খরচ টা অনেকাংশেই কমে যাবে।

এ সময় তিনি আরো জানান, আগামী ৫-৭ বছরের মধ্যে নেপাল ও ভূটান থেকেও বাংলাদেশে বিদ্যুৎ আমদানি করা হবে।

এমবিএ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যক্ষ ড. সায়েদ ফরহাত আনোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:০১:২৯   ১৩৫৯ বার পঠিত   #  #  #  #  #  #