বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
যখন তুমি যত্ন করে কষ্ট সাজিয়েছিলে- আফসানা শহিদ
Home Page » সাহিত্য » যখন তুমি যত্ন করে কষ্ট সাজিয়েছিলে- আফসানা শহিদ
আজকাল আর অবাক হইনা
আসলে, তোমাকে দেখলে থমকে যাওয়া আমি
হয়রান হই কিছুটা
আজকাল দেখি দিব্যি ছোলা পিয়াজু পেট পুরে খাচ্ছো
অথচ একদিন, কত কষ্টে নিদারুণ অনভিজ্ঞতায় রেঁধেছিলাম
নিজেরটুকুও রাখিনি, তুমি উপোষ আছো এই ভেবে
অথচ কি নির্দয় অবহেলায় তা ফিরিয়েছিলে,
কিছুটা মানুষ ছিলে তখনো, তাই কুকুর বিড়াল কে দাওনি
এক রাশ কালো মেঘ আমার দিকে ঘুরিয়ে দিয়েছিলে
কালোমেঘ বুক ভরা কষ্টে অভিমান হয়ে ঝরে পরেছিল শহরময় এক প্রবল প্লাবন রুপে
ধুয়ে নিয়ে গিয়েছিল তোমার প্রতি আমার মায়া যত
……….যখন তুমি যত্ন করে কষ্ট সাজিয়েছিলে
বাংলাদেশ সময়: ২:৫২:৩৮ ২০৭৪ বার পঠিত #afsana shahid #bangla news #bd news #breaking news #daily online news #hot news #কবিতা