সোমবার, ২৮ মে ২০১৮
সাজেকে ইউপিডিএফের তিন কর্মীকে গুলি করে হত্যা
Home Page » জাতীয় » সাজেকে ইউপিডিএফের তিন কর্মীকে গুলি করে হত্যা
বঙ্গ-নিউজঃ রাঙামাটির জেলার পর্যটন কেন্দ্র সাজেকে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছেন।
সোমবার ভোরে সাজেক ইউনিয়নের দক্ষিণ ক্ষরলাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- স্মৃতি চাকমা (৪৭), অতল চাকমা (৩৫) ও সঞ্জীব চাকমা (৪৫)।
রাঙামাটি জেলার পুলিশ সুপার আলমগীর কবির সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হবে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
ইউপিডিএফের তথ্য ও প্রচার সম্পাদক নিরন চাকমা বলেন, জনসংহতি সমিতির সংস্কারপন্থী গ্রুপের (জেএসএস) সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা এর বিচার চাই।
বাংলাদেশ সময়: ১১:৩৭:০৩ ৮১৮ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News #ইউপিডিএফের