সোমবার, ২৮ মে ২০১৮

ফিরে যাব- মাফরূহা বেগম

Home Page » সাহিত্য » ফিরে যাব- মাফরূহা বেগম
সোমবার, ২৮ মে ২০১৮



ফিরে যাব

ফিরে যাব আপন সীমানায়
চারিদিকে এক অদৃশ্য বৃত্ত রচনা করে।
পিছনে ফেলে আসা সব গর্বগুলি সামনে এনে
উড়াব বিজয়ের নিশান।
আজন্ম লালিত হিরন্ময় স্বপ্নগুলি বাস্তবে রূপ নিয়ে
আমাকে জাগাবে।
পিতামহের দেওয়া সব গৌরবকে সযত্নে অন্তরে লালন করে হাটব উদয়ের পথে।
কারো মাঝে নয়,কারো সাথে নয়
বেগবান স্রোতস্বিনীর একাকী
পথ চলার দিশাহারা আনন্দে
যেমন মিশে থাকে এক গর্বমাখা সুখ,
তেমনি সেই সুখ বুকে নিয়ে চলব,ছুটব-সন্মুখপানে।
আর পিছনে ফিরবনা,দেখবনা,
শুনবনা কারো পিছুডাক।
এমনিকরেই একদিন পথচলা শেষে হয়তো পেয়ে যাব আপন মন্জিল,উদ্দিষ্ট ঠিকানা।
কারো ব্যর্থতা, হীনমন্যতা আমাকে করবেনা নতমুখী।
পরাজিত হবে সব আগ্রাসী লোভ,নির্লজ্জ ধৃষ্টতা।
নিজের প্রজ্ঞাবোধের সবটুকু
সাথে নিয়ে আমি যাব নির্বাসনে,
স্বেচ্ছায়।
পিছনে ফেলে আসা সব স্মৃতির
ঐশ্বর্যগুলি কুড়িয়ে বানাব ,উড়াব
বিজয়ের নিশান।

মাফরূহা বেগম

বাংলাদেশ সময়: ১:২৫:৫৮   ১২৭৮ বার পঠিত   #  #  #  #  #  #