
রবিবার, ২৭ মে ২০১৮
বিদ্যুতের দাম বৃদ্ধি কেন অবৈধ নয়: আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে হাইকোর্ট
Home Page » অর্থ ও বানিজ্য » বিদ্যুতের দাম বৃদ্ধি কেন অবৈধ নয়: আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে হাইকোর্ট বঙ্গ-নিউজঃ পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত হবে না জানতে চেয়েছেন হাইকোর্ট। রোববার কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এ রুল দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), বিইআরসি’র চেয়ারম্যান এবং বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত বছর ২৩ নভেম্বর প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ায় বিইআরসি, যা ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। এর বিরুদ্ধে গত ২৩ মে রিট আবেদন করেন ক্যাবের আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হাসান।
বাংলাদেশ সময়: ১৪:৩৬:০৮ ৭৫০ বার পঠিত #bangla news #bd news #breaking news #daily online news #hot news #বিদ্যুতের দাম