শনিবার, ২৬ মে ২০১৮
প্রমাণিত হলে বদিসহ আ’লীগ-বিএনপির কেউই ছাড় পাবে না-ওবায়দুল কাদের
Home Page » জাতীয় » প্রমাণিত হলে বদিসহ আ’লীগ-বিএনপির কেউই ছাড় পাবে না-ওবায়দুল কাদের
বঙ্গ-নিউজ: সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংসদ সদস্য বদির বেয়াই যেমন ছাড় পায়নি, তেমনি যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে বদিসহ আ’লীগ-বিএনপিসহ অন্যান্য দলের যারা মাদক ব্যবসার সাথে জড়িত কেউই ছাড় পাবে না।
শনিবার (২৬ শে) দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইলে আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দিতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তির কোন এজেন্ডা না থাকলেও এবারের সফর থেকে তিস্তা চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে। আজ পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জীর সাথে প্রধানমন্ত্রীর বৈঠক আছে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রীর সড়ক পরিদর্শনকালে সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:৩৭:৫১ ৫৪০ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম