শনিবার, ২৬ মে ২০১৮

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক

Home Page » জাতীয় » মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক
শনিবার, ২৬ মে ২০১৮



 প্রতীকি ছবি বঙ্গ-নিউজ: রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ অভিযানের নেতৃত্ব শনিবার (২৬ মে) সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়।

মুফতি মাহমুদ জানান, আমরা আজ যে এলাকায় অভিযান চালাচ্ছি সে এলাকায় প্রচুর মাদকসেবী রয়েছে। আমাদের কাছে কিছু তালিকা রয়েছে যারা মাদক ব্যবসার সাথে জড়িত। অভিযানে বেশ কয়েকজনকে আটক করেছি। তাদেরকে যাচাইবাছাই করা হবে। যাদের সনাক্ত করা হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি জনসচেতনা বৃদ্ধিতে আমরা লিফলেটও বিতরণ করছি।

কি পরিমাণ মাদক আটক করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মুফতি মাহমুদ বলেন, আমাদের বেশ কয়েকটি টিম যৌথভাবে কাজ করছে। তাই কি পরিমাণ মাদক উদ্ধার হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। অভিযান শেষে পরিমাণ জানা যাবে।

প্রসঙ্গত, চলমান র‌্যাব ও পুলিশের মাদকবিরোধি অভিযান ঘিরে গত তিন সপ্তাহে নিহতের সংখ্যা ৭০ জনে দাঁড়ালো।

পুলিশ এবং র‍্যাবের সূত্রগুলো বলছে, তারা তাদের স্ব স্ব বাহিনীর তালিকা নিয়ে মাদক ব্যবসায়ীদের টার্গেট করে অভিযান চালাচ্ছে।

এছাড়া বিভিন্ন সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় এমন অভিযান নিয়ে রাজনৈতিকভাবে বিতর্ক হতে পারে। সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সমন্বিত তালিকা তৈরির কাজ শেষ হওয়ার আগেই এই অভিযান শুরু করা হয়েছে।

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন দাবি করেছেন, সমন্বিত তালিকার ভিত্তিতেই এই অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৮:২৭:০১   ৬২৭ বার পঠিত   #  #  #  #  #  #