শনিবার, ২৬ মে ২০১৮
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের দেয়া ডিলিট সম্মাননা গ্রহণ করেছেন শেখ হাসিনা
Home Page » জাতীয় » কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের দেয়া ডিলিট সম্মাননা গ্রহণ করেছেন শেখ হাসিনা
বঙ্গ-নিউজ: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনে ডিলিট সম্মাননা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তার এই সম্মাননা পুরো বাঙালি জাতিকে উৎসর্গ করেছেন।
শনিবার (২৬ মে) দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার হাতে এই সম্মাননা তুলে দেয়। সমাজ সংস্কারে অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীকে ডিলিট দেওয়া হয়েছে।
আসানসোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করা হচ্ছে আজ। এ উপলক্ষে বর্ধমানের আসানসোল শহরে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তনের আয়োজন করা হয়।
সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেন। পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দেবেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যোগ দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি।
এর আগে গতকাল ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে পশ্চিমবঙ্গে যান।
সেখানে শান্তিনিকেতনে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
পরে কলকাতার তাজ বেঙ্গল হোটেলের ম্যান্ডারিং কক্ষে কলকাতার ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন বিকালেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি পরিদর্শন করেন শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১৮:০২:১১ ৫৭৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম