শনিবার, ২৬ মে ২০১৮

জন্মতিথিতে কবি প্রণাম-রঞ্জন শিশির

Home Page » ফিচার » জন্মতিথিতে কবি প্রণাম-রঞ্জন শিশির
শনিবার, ২৬ মে ২০১৮




জন্মতিথিতে কবি প্রণাম। রঞ্জন শিশির ………………………….. কবি তুমি,

বৈশাখের খা খা রোদে বৃষ্টির ছাঁট,

অভাবের সংসারে নবান্নের দুপুর,

আশাহতের গড়ে তোলা স্বপ্ন প্রাসাদ,

আমৃত্যু বন্দীর মুক্তির গান।

কবি তুমি,

মানুষের সততায় বিশ্বাসী,

বেদনার অন্ধকারে আলোর প্লাবন,

সাহসী সৈনিকের যুদ্ধ প্রত্যয়,

চেতনার সুরালোকে দ্রোহের উৎসব।

কবি তুমি,

হতাশার যানজটে আশার ট্রাফিক,

প্রেয়সীর হাতের সোনার কাকঁণ,

টেটা বিদ্ধ ঘাতকের বিষাক্ত বিলাপ,

শত্রুর বিরুদ্ধে নন্দিত প্রতিশোধ।

*******

বাংলাদেশ সময়: ১৭:৩৯:৪৯   ৯১৮ বার পঠিত   #  #  #  #  #  #