শনিবার, ২৬ মে ২০১৮

অতঃপর একটি বৃষ্টিস্নাত দিন- সৌরভ বর্মন গৌতম

Home Page » ফিচার » অতঃপর একটি বৃষ্টিস্নাত দিন- সৌরভ বর্মন গৌতম
শনিবার, ২৬ মে ২০১৮




অতঃপর একটি বৃষ্টিস্নাত দিন- সৌরভ বর্মন গৌতম

****************

বৃষ্টি তুমি আর ঝড়ো না এই অলস প্রহরে

একলা ঘরে হৃদয় শুধু আকুবাকু করে।

বৃষ্টি তুমি আর ঝড়ো না

রোমন্থন করার মতো

কোন সুখ স্মৃতি নেই।

বৃষ্টি তুমি আর টিনের চালে

নূপুরের ধ্বনির মতো সুর তোলা না

বৃষ্টিতে ভেজার মতো সঙ্গী নেই।

বৃষ্টি তুমি আর আমার নিসঙ্গ হৃদয়কে

আহত করো না

এক চিলটি কড়া রোদ দাও

তাই অবলম্বন করে বেঁচে থাকবো।

বৃষ্টি তুমি আর ঝড়ো না

গান গাওয়ার মতো কন্ঠ নেই

কোন গানের পাখিও নেই

শোনাবে আমাকে”এই মেঘলা দিনে

একলা ঘরে…..”।

বৃষ্টি আমার আছে, শুধুই ক্লান্তিহীন

এক নিসঙ্গতা।

********* সৌরভ বর্মন গৌতম

বাংলাদেশ সময়: ১১:২২:৩১   ৭৬৮ বার পঠিত   #  #  #  #  #  #