শুক্রবার, ২৫ মে ২০১৮

মহাকাশে বাংলাদেশ:- রনজিত চাকমা (১৮/৫/২০১৮ইং)

Home Page » ফিচার » মহাকাশে বাংলাদেশ:- রনজিত চাকমা (১৮/৫/২০১৮ইং)
শুক্রবার, ২৫ মে ২০১৮




মহাকাশে বাংলাদেশ

রনজিত চাকমা (১৮/৫/২০১৮ইং)

রঞ্জিত চাকমা


মহাকাশে বাংলাদেশ

উন্নয়নের আর এক রেস,

স্বপ্ন পুরন করবো মোরা

গড়বো মোদের সোনার দেশ।

যোগাযোগের উন্নয়নে

যাত্রা মহাকাশে,

শুরু হলো অগ্রযাত্রা

কল্পনার অবসান হলো শেষে

উন্নয়নের মহাসড়কে চলছে মোদের দেশ,

মহাকাশে আজকে মোরা ভাবতে লাগে বেশ।

বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবো মোরা,

মহাকাশে দাপিয়ে চলছে স্যাটেলাইট নামের ঘোড়া।

কোটি চক্ষু সাক্ষী রেখে

সদম্বে গেল উড়ে

গর্বিত আজ বাংলাদেশ

খ্যাতি জগত জুড়ে।

★★★★★

বাংলাদেশ সময়: ১০:১৩:৩৪   ৮২৬ বার পঠিত   #  #  #  #  #  #