শুক্রবার, ২৫ মে ২০১৮

নেত্রকোনায় বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় দুই মাদক ব্যবসায়ী নিহত

Home Page » জাতীয় » নেত্রকোনায় বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় দুই মাদক ব্যবসায়ী নিহত
শুক্রবার, ২৫ মে ২০১৮



প্রতীকি ছবি  বঙ্গ-নিউজ: চলমান মাদক বিরোধী অভিযানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ের দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।

বৃহস্পতিবার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে নেত্রকোনার মদনপুর ইউনিয়নের মনাং এলাকায় এ ঘটনা ঘটে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা।

এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে দুই মাদক ব্যবসায়ী নিহত হন। তাদের নামপরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে ৭০৫ গ্রাম হেরোইন, তিন হাজার পাঁচ পিস ইয়াবা ও দু’টি পাইপগান জব্দ করা হয়েছে।

এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) জলিল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির ও কনস্টেবল ওয়াহিদ আহত হয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ৯:৩৭:৩১   ৫৮৯ বার পঠিত   #  #  #  #  #  #