শুক্রবার, ১৫ মার্চ ২০১৩
জুলাইয়ের প্রথম সপ্তাহে চার সিটি করপোরেশনের নির্বাচন
Home Page » জাতীয় » জুলাইয়ের প্রথম সপ্তাহে চার সিটি করপোরেশনের নির্বাচনবঙ্গ-নিউজ ডটকম ঃ জুলাই মাসের প্রথম সপ্তাহে চার সিটি করপোরেশনের নির্বাচনের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘নিখুঁত ভোটার তালিকা করতে মে পর্যন্ত সময় লাগবে। এর আগে আমরা চার সিটির নির্বাচনের ঘোষণা দিতে পারছি না।জুলাইয়ের প্রথম সপ্তাহে চার সিটি নির্বাচনের কথা ভাবা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের সীমানা নির্ধারণের কাজ এখনও শেষ হয়নি। এ কাজ শেষ হলেই আমরা নির্বাচনের দিকে যাব।’
চার সিটি নির্বাচন একদিনে হবে না একাধিক দিনে হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রয়োজনীয় নির্বাচনী মালামাল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি কমিশনের অনুকূলে থাকলে কয়দিনে নির্বাচন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
ডিসিসি নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘ডিসিসি নির্বাচন নিয়ে আদালতে মামলা আছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিসিসি নির্বাচন নিয়ে আমরা এগোতে পারছি না।’
বাংলাদেশ সময়: ২০:৫০:৩৪ ৫৪৯ বার পঠিত