শুক্রবার, ২৫ মে ২০১৮
তেজগাঁও এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত
Home Page » জাতীয় » তেজগাঁও এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত
বঙ্গ-নিউজ: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কামরুল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে র্যাব-২ এর একটি দল মাদকবিরোধী অভিযানে গেলে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
র্যাবের দফতর থেকে পাঠানো ক্ষুদেবার্তায় জানানো হয়, র্যাব-২ এর একটি দল ও মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলিবিনিময় হয়। এতে তেজগাঁও রেললাইন বস্তি এবং মহাখালী সাততলা বস্তি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী কামরুল নিহত হন।
বার্তায় দাবি করা হয়েছে, নিহত কামরুল ১৫টির অধিক মাদক ও অস্ত্র মামলার আসামি। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
বাংলাদেশ সময়: ৯:৩০:২৯ ৮১৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম