বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮

দ্বিতীয় দেশসেরা প্রধিনধি হিমাদ্রী শেখর ভদ্র

Home Page » বিবিধ » দ্বিতীয় দেশসেরা প্রধিনধি হিমাদ্রী শেখর ভদ্র
বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮



আল-আমিন আহমেদ সালমান,বঙ্গ-নিউজ:- বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাট্রিবিউনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের সময়ে’র নির্বাহী সম্পাদক, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র দ্বিতীয় দেশসেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
দ্বিতীয় দেশসেরা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় হিমাদ্রি শেখর ভদ্রকে যুক্ত বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাবের সভাপতি অ্যাড. শামসুন্নাহার রব্বানী শাহানা এমপি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সহ সভাপতি রওনক আহমেদ, প্রেসক্লাবের কার্যকরি পরিষদের সদস্য অ্যাড. আজিজুল ইসলাম চৌধুরী,
যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান পীর, প্রেসক্লাবের সদস্য কুলেন্দু শেখর দাস, এস.টিভি’র প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, বাংলাভিশন প্রতিনিধি মাসুম হেলাল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সেলিম আহমদ তালুকদার, নিউজ ২৪ প্রতিনিধি বুরহান উদ্দিন,পাঠাগার সম্পাদক অরুন চক্রবর্তী, ক্রিড়া সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, দৈনিক আজকের সুনামগঞ্জের বার্তা সম্পাদক শামসুল কাদির মিছবাহ, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আমিনুল হক। এবং বঙ্গ-নিউজের পক্ষ থেকে তাঁর জন্য শুভ কামনা রইল।
উল্লেখ্য, বাংলাট্রিবিউনের ওমর ফারুক বর্ষসেরা ও দ্বিতীয় বর্ষসেরা প্রতিনিধি নির্বাচিত হন হিমাদ্রি শেখর ভদ্র। গত ১৩ মে তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র ও নগদ টাকা তুলে দেন বাংলাট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস, সম্পাদক জুলফিকার রাসেল, ঢাকা ট্রিবিউনের জাফর সোবহান।
সূত্র:-দৈনিক সুনামগঞ্জেরর খবর

বাংলাদেশ সময়: ১৭:১৭:১৮   ৬২৭ বার পঠিত