বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮

শুটিং টিমের ১০ সদস্য আটক: এক লাখ আট হাজার পিস ইয়াবা জব্দ

Home Page » অর্থ ও বানিজ্য » শুটিং টিমের ১০ সদস্য আটক: এক লাখ আট হাজার পিস ইয়াবা জব্দ
বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮



ছবি সংগৃহীত  বঙ্গ-নিউজ: কক্সবাজার সৈকতে শুটিং করতে এসে এক লাখ আট হাজার পিস ইয়াবাসহ ‘সরকার প্রডাকশন হাউস’ নামে একটি শুটিং টিমের ১০ সদস্য আটক হয়েছেন। তাঁদের আটক করেছেন র‍্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। বুধবার (২৩ মে) দুপুরে কক্সবাজার শহরের কলাতলী থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন সরকার প্রডাকশন হাউস শুটিং টিমের প্রধান আসলাম সরকার (৪০), তাঁর ড্রাইভার মাসুদ রানাসহ (৩২) শুটিং টিমের আরো আট সদস্য।

এ ব্যাপারে র‍্যাব কক্সবাজার ক্যাম্পের কম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীভিত্তিক মিউজিক ভিডিও নির্মাণ সংস্থা সরকার প্রডাকশন হাউসের শুটিং টিমের ১০ জনকে ইয়াবাসহ আটক করা হয়।

আটকদের মধ্যে আসলাম সরকার ও তাঁর ড্রাইভার মাসুদ রানা ছাড়া অন্য আটজন হচ্ছেন অভিনয় ও নৃত্যশিল্পী। তাঁদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। মেজর রুহুল আমিন জানান, মিউজিক ভিডিও নির্মাণের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারে জড়িত এই চক্র।

বাংলাদেশ সময়: ১১:১৭:১৪   ৬১৮ বার পঠিত   #  #  #  #  #  #