বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
মিথ্যা ঘোষণায় আমদানি করা বিয়ারভর্তি কনটেইনার আটক
Home Page » অর্থ ও বানিজ্য » মিথ্যা ঘোষণায় আমদানি করা বিয়ারভর্তি কনটেইনার আটক
বঙ্গ-নিউজ: মিথ্যা ঘোষণায় আমদানি করা বিয়ারভর্তি একটি কনটেইনার আটক করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। খাদ্য পণ্যের ঘোষণা দিয়ে বিয়ার আমদানি করা হয়েছে চট্টগ্রাম বন্দরে।
কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন ও রিচার্স (এআইআর) শাখা গতকাল (২৩ মে) চট্টগ্রাম বন্দর জেটিতে আটক কনটেইনারটির কায়িক পরীক্ষা করে। এতে বিভিন্ন ব্র্যান্ডের ১৩ হাজার ১৩১ লিটার বিয়ার ও নেশাজাতীয় দ্রব্য পাওয়া যায়।
কাস্টমসের যুগ্ম কমিশনার নূর উদ্দিন মিলন জানান, সোনারগাঁও ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান কার্বোনেটেড ড্রিংকস, কোকা পাউডার, বেকিং পাউডারসহ বিভিন্ন খাদ্যপণ্যের ঘোষণা দিয়ে চালানটি আমদানি করে।
বাংলাদেশ সময়: ১০:৫০:২৮ ৫১২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম