বুধবার, ২৩ মে ২০১৮
উত্তর কোরিয়ার সঙ্গে পরিকল্পিত বৈঠকটি নাও হতে পারে:ডোনাল্ড ট্রাম্প
Home Page » জাতীয় » উত্তর কোরিয়ার সঙ্গে পরিকল্পিত বৈঠকটি নাও হতে পারে:ডোনাল্ড ট্রাম্প
বঙ্গ-নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে তার পরিকল্পিত বৈঠকটি নাও হতে পারে। দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠকটি বাতিল হয়ে যেতে পারে বলে যে জল্পনা চলছিল ট্রাম্প এ বক্তব্য দিয়ে সে আশঙ্কা বাড়িয়ে দিলেন।
মঙ্গলবার (২২ মে) হোয়াইট হাউজে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠকে ট্রাম্প এ কথা ঘোষণা করেন।
মার্কিন প্রেসিডেন্ট পরিষ্কার করে বলেন, “আমরা কিছু শর্ত দিয়েছি। উত্তর কোরিয়া সেসব শর্ত মানবে বলে আমরা আশা করছি। কিন্তু তারা যদি তা না মানে তাহলে কোনো বৈঠক হবে না।”
আগামী ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়া নেতা কিম জং-উনের মধ্যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগে পিয়ংইয়ংয়ের প্রতি ওয়াশিংটন শর্ত দিয়েছে বলে জানালেন ট্রাম্প। তবে সেসব শর্তে কি রয়েছে ট্রাম্প তা জানাননি।
উত্তর কোরিয়ার নেতা এর আগে আমেরিকার সঙ্গে শর্ত মেনে যেকোনো আলোচনায় বসার বিরোধিতা করে এসেছেন।
বাংলাদেশ সময়: ১১:০৯:৪৪ ৫৪৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম