মঙ্গলবার, ২২ মে ২০১৮
২৮ মে ঢাকা আসছেন থাই রাজকুমারী মহাচক্রী সিরিনধরন
Home Page » অর্থ ও বানিজ্য » ২৮ মে ঢাকা আসছেন থাই রাজকুমারী মহাচক্রী সিরিনধরনবঙ্গ-নিউজঃ থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী সিরিনধরন আগামী ২৮ মে তিন দিনের সফরে ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি বাংলাদেশে থাইল্যান্ডের রাজপরিবার পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
সূত্র আরও জানায়, ২৮ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এর আগে ২০১০ ও ২০১১ সালে ঢাকা সফর করেন থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবলের কন্যা রাজকুমারী মহাচক্রী সিরিনধরন।
বাংলাদেশ সময়: ৩:৩১:১৮ ৭৮৬ বার পঠিত #bangla news #bd news #breaking news #daily online news #hot news #মহাচক্রী সিরিনধরন