শনিবার, ১৫ জুন ২০১৩

“ক্রিকেটার আজহার উদ্দিনকে নিয়ে সিনেমা”

Home Page » বিনোদন » “ক্রিকেটার আজহার উদ্দিনকে নিয়ে সিনেমা”
শনিবার, ১৫ জুন ২০১৩



mohd-azharuddin-bg20130615062552.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ ভারতীয় ক্রিকেটদলের সাবেক অধিনায়ক মুহাম্মদ আজহারউদ্দিনের ক্রিকেট জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন বলিউড নির্মাতা প্রযোজক একতা কাপুর।১৩ জুন দীর্ঘ আলোচনার পর আজহারউদ্দিন তার জীবনী নিয়ে ছবি নির্মাণের অনাপত্তি পত্রে স্বাক্ষর করেন। এজন্য তাকে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি ভাল অংকের সম্মানিও দেয়া হচ্ছে।

সূত্র জানায়, এ সংক্রান্ত সর্বশেষ মিটিং হয়েছে বান্দ্রার একটি পাঁচতারকা হোটেলে। ছবি নির্মাণ নিয়ে যেকোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন কর্তৃপক্ষ। আর এ বছরই ছবিটির নির্মাণকাজ শুরু হবে।

জানা গেছে মূল চরিত্রে অভিনয়ের জন্য একতা কাপুরের পছন্দের তালিকায় যে তিনজন আছেন তারা হলেন, সাইফ আলী খান, রণবির কাপুর এবং রনভীর সিং।

একতা কাপুরের প্রযোজনায় ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’ ছবিটি। ছবিটি পরিচালনা করছেন মিলান লুথরিয়া।

আন্ডারওয়ার্ল্ডের কাহিনী নিয়ে নির্মিত ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’ ছবির সিক্যুয়েল এটি। প্রথম ছবিটি মুক্তি পায় ২০১০ সালে। ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা ছবিটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ইমরান খান, সোনাক্ষী সিনহা এবং সোনালী বেন্দ্রে প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৩২   ৪১৫ বার পঠিত