
শনিবার, ১৯ মে ২০১৮
যশোরের অভয়নগরে র্যাবের সঙ্গে গোলাগুলিতে তিনজন নিহত
Home Page » আজকের সকল পত্রিকা » যশোরের অভয়নগরে র্যাবের সঙ্গে গোলাগুলিতে তিনজন নিহত
বঙ্গ-নিউজ: যশোরের অভয়নগরে র্যাবের সঙ্গে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। র্যাবের দাবি তিনজনই মাদক ব্যবসায়ী।
শুক্রবার (১৮ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বাগদাহ গ্রামের কদমতলা নামক স্থানে এই বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের কাদের আলী মোড়লের ছেলে আবুল কালাম (৪৭), একই গ্রামের আবদুল বারিক শেখের ছেলে হাবিবুর রহমান (৩৮) ও আবদুস সাত্তারের ছেলে মিলন (৪০)।
অভয়নগর থানার ওসি গণি মিয়া বলেন, শনিবার সকালে র্যাব সদস্যরা তিনটি মরদেহ অভয়নগর পুলিশের কাছে হস্তান্তর করে। লাশ তিনটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১০:৫৩:৫৬ ৭৩৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #RAB #জাতীয় #শিরোনাম