শনিবার, ১৫ জুন ২০১৩
আবদুল্লাহ আবু সায়ীদকে সম্মাননা প্রদান
Home Page » বিনোদন » আবদুল্লাহ আবু সায়ীদকে সম্মাননা প্রদানবঙ্গ-নিউজ ডটকমঃ আলোকিত মানুষ গড়ার কারিগর, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সায়ীদকে সম্মাননা প্রদান করেছে আরটিভি।শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আরটিভি আয়োজিত ‘বর্ষাবরণ-১৪২০’ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আব্দুল্লাহ আবু সায়ীদকে উত্তরীয় পরিয়ে দেন। আর তার হাতে ক্রেস্ট তুলে দেন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম।
প্রতি বছরের মতো এবারও আরটিভি আয়োজন করে বর্ষাবরণ উৎসবের। এতে সম্মাননা প্রদানের পাশাপাশি বর্ষার গান, কবিতা ও নাচের মাধ্যমে বর্ষাকে বরণ করে নেয়া হয়।
১৪ জুন সন্ধ্যা সাতটায় শুরু হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সাংবাদিক, শোবিজ অঙ্গনের অভিনেতা-অভিনেত্রীসহ আমন্ত্রিত অতিথিরা।
বর্ষাবরণ উৎসবের মূল থিম ছিল ময়ূর ও কদম ফুল। আগমনী গান দিয়ে শুরু হয় বর্ষাবরণ অনুষ্ঠান। অভিনেত্রী রিচি সোলায়মান বর্ষার গানের সাথে ময়ূর নৃত্য পরিবেশন করেন। মডার্ন নাচে অংশ নেন মেহজাবিন।
রিমঝিম বৃষ্টি ধারায় গানের তালে চাঁদনী এবং পাগলা হাওয়ার বাদল দিনে গানের সাথে দলবল নিয়ে নাচ পরিবেশন করেন মডেল শখ। এরপর নিজের গাওয়া বর্ষা বিষয়ক বেশ কটি গানের সাথে নাচ পরিবেশন করেন শিল্পী কণা।
এছাড়াও অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে গান গেয়ে শোনান কনিকা, বিজন মিস্ত্রী ও বন্দনা। বর্ষাবরণ অনুষ্ঠানের চার পর্যায়ে ছিল র্যাম্প মডেলদের ক্যাটওয়াক।
কলকাতার রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর গান দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। বর্ষাবরণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নাবিলা।
বাংলাদেশ সময়: ১৮:০৮:২৯ ৪৩১ বার পঠিত