শনিবার, ১৯ মে ২০১৮
ফের রক্তাক্ত মার্কিন শিক্ষাঙ্গন, ভিতরে ঢুকে নির্বিচারে গুলি, নিহত ১০ শিক্ষার্থী
Home Page » এক্সক্লুসিভ » ফের রক্তাক্ত মার্কিন শিক্ষাঙ্গন, ভিতরে ঢুকে নির্বিচারে গুলি, নিহত ১০ শিক্ষার্থী
বঙ্গ-নিউজ: ফের রক্তাক্ত মার্কিন শিক্ষাঙ্গন৷ স্কুলের ভিতর ঢুকে নির্বিচারে গুলি চালিয়েছে এক বন্ধুকধারী। এতে কমপক্ষে ১০ শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো অনেকে।
তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ মার্কিন পুলিশ এই খবর জানিয়েছে৷
অপরদিকে সংবাদ সংস্থা এপি জানাচ্ছে টেক্সাসের দ্য সান্টা ফে স্কুলে এই হামলা হয়েছে৷ হামলাকারী একজন পেশাদার বন্দুকবাজ৷ তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে টেক্সাস পুলিশ৷ তবে হামলাকারীর নাম,পরিচয় এখনও জানা যায়নি৷ হামলার কারণও স্পষ্ট নয়৷
স্থানীয় সময় সকাল ৭টা ৪৫মিনিট নাগাদ স্কুলে ঢুকে হামলা করে ওই ব্যক্তি৷ স্কুলের এক শিক্ষিকা স্থানীয় মিডিয়াকে জানিয়েছেন, ক্লাস নেওয়ার সময় গুলির আওয়াজ শুনতে পান তিনি৷ এর পরই আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা৷ প্রাণভয়ে বাইরে ছুটতে শুরু করে৷ পড়ুয়াদের বাঁচাতে নিরাপদ জায়গায় নিয়ে যান শিক্ষিকারা৷ পালাতে গিয়ে কোনও ক্রমে বেঁচে গিয়েছে এক পড়ুয়া৷ তার ব্যাগে গুলি লাগে৷
বাংলাদেশ সময়: ৬:১৮:০৯ ৬৭৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম