
শনিবার, ১৯ মে ২০১৮
হাভানায় ১০৪ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত, নিহত শতাধিক
Home Page » জাতীয় » হাভানায় ১০৪ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত, নিহত শতাধিক
বঙ্গ-নিউজ: কিউবার রাজধানী হাভানায় ১০৪ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে সিএনএন এই খবর দিয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে অন্তত ১০০ জন। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
সিএনএন জানায়, শুক্রবার হাভানা এর জোস মার্টিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৩৭ সিরিজের ফ্লাইটটি ১০৪ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়।
ফ্লাইটটি হুগুইয়ান শহরের হুগুইনের দিকে যাচ্ছিল।
জানা যায়, বিমানবন্দর থেকে কালো ধোঁয়া উড়তে গেছে। এরপরই বড় আকারের আগুনের কুণ্ডলী দেখা গেছে।তবে শুক্রবারের ওই বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলাদেশ সময়: ৫:৫৪:০১ ৬০৫ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম