শুক্রবার, ১৮ মে ২০১৮

বংশীকুণ্ডায় হাসুসের ২৪তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

Home Page » বিবিধ » বংশীকুণ্ডায় হাসুসের ২৪তম সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
শুক্রবার, ১৮ মে ২০১৮



স্টাফ রিপোর্টার,বঙ্গনিউজঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডায় কেন্দ্রীয় হাওরসাহিত্য গণ পাঠাগার ও হাওর,সাহিত্য উন্নয়ন সংস্থা’র যৌথ উদ্যোগে আজ ১৮ই মে শুক্রবার বিকাল ৩.০০ টায় কেন্দ্রীয় হাওরসাহিত্য গণ পাঠাগার মিলনায়তনে ২৪তম সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।এতে আলোচনায় অংশ নেন হাসুসের কেন্দ্রীয় সভাপতি,পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি জীবন কৃষ্ণ সরকার,বংশীকুণ্ডা কলেজের প্রভাষক লিখন আহমেদ,বাউল সুধীর রঞ্জন সরকার,বিশিষ্ট মুরুব্বি হায়দার আলী,নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র সরকার প্রমুখ।লেখা পাঠে অংশ নেয় সুমন আহমেদ,রিদওয়ান হাসান,আশিকনূর,রাকিব আলী,সোহাগ মিয়া,আশরাফুল ইসলাম,মারিফুল ইসলাম,শাকিরুল ইসলাম,রিয়াদ মাহফুজ মাছুম,আবুবকর যুবরাজ,আকিব মাহমুদ,উমর ফারুক,বিনতা কৃষ্ণ সরকার,সঞ্জয় সরকার,প্রমিলা সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯:১৩:৩৪   ৬০০ বার পঠিত