বুধবার, ১৬ মে ২০১৮
মধ্যনগরের ঘিলাগড়ায় অাদিবাসী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
Home Page » শিক্ষাঙ্গন » মধ্যনগরের ঘিলাগড়ায় অাদিবাসী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিতআল-আমিন আহমেদ সালমান,বঙ্গ-নিউজ:-সুনামগঞ্জের মধ্যনগর থানার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ঘিলাগড়া সার্বজনীন দোল মন্দির প্রাঙ্গণে বুধবার (১৬ই মে) টাংগুয়ার হাওর পারের সামাজিক সংগঠন “জল জনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থা”র উদ্যোগে এস এস সি ও সমমানের পরীক্ষায় উর্ত্তীন আদিবাসী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আদিবাসী ট্রাইবল চেয়ারম্যান শ্রী অাশুতোষ হাজং,
উপস্থিত ছিলেন বংশীকুন্ডা কলেজ গভর্নিংবডির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ, জাতীয় হাজং সংগঠন, ধর্মপাশা উপজেলা শাখার সহ-সভাপতি কুমেদ হাজং, উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম সবুজ, রুবেল হাসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬:১৭:৩৩ ১০৪৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News #সুনামগঞ্জ