মঙ্গলবার, ১৫ মে ২০১৮
ভাঙ্গায় সহশ্রাধিক ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক
Home Page » প্রথমপাতা » ভাঙ্গায় সহশ্রাধিক ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটকশাকিল আহমাদ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গায় এক হাজার দুইশত পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ সুত্রে জানাযায়, সোমবার দিবাগত রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রাক্ষ্মণকান্দা মহাসড়কের পাশে মেহগনীর বাগান থেকে আতাদি চরকান্দা গ্রামের মৃত লালমিয়ার পুত্র শহিদুল ইসলাম (৪৮) ও উপজেলার দূলকোন্দি গ্রামের মৃত রনজিত সরকারের পুত্র চন্দন সরকার (২৫) কে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: মিরাজ হোসেন জানান, ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এব্যপারে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:২২:১৬ ৩২৯৫ বার পঠিত #পুলিশ নিউজ #ভাঙ্গা নিউজ #মাদক #মাদক ব্যবসায়ী