মঙ্গলবার, ১৫ মে ২০১৮
যমজ পুত্র সন্তানের বাবা মা হলেন রেলমন্ত্রী ও স্ত্রী হনুফা আক্তার রিক্তা
Home Page » অর্থ ও বানিজ্য » যমজ পুত্র সন্তানের বাবা মা হলেন রেলমন্ত্রী ও স্ত্রী হনুফা আক্তার রিক্তা
বঙ্গ-নিউজঃ রেলমন্ত্রী মুজিবুল হক যমজ পুত্রসন্তানের বাবা হয়েছেন। সোমবার দিবাগত রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যমজ সন্তান জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা। এর আগে ২০১৬ সালের ২৮ মে রেলমন্ত্রী কন্যা সন্তানের বাবা হন।
রেলমন্ত্রীর একান্ত সচিব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মা ও সন্তান দুটি সুস্থ আছেন।
২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার চান্দিনার বাসিন্দা হনুফা আক্তার রিক্তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রেলমন্ত্রী।
বাংলাদেশ সময়: ৮:০৯:২৩ ১৬৫৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #World News