সোমবার, ১৪ মে ২০১৮
ইন্দোনেশিয়ার গির্জায় এবং পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলা
Home Page » অর্থ ও বানিজ্য » ইন্দোনেশিয়ার গির্জায় এবং পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলাবঙ্গ-নিউজঃ ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় তিনটি গির্জায় বোমা হামলায় ১৩ জন নিহত হওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই শহরটি পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলা হয়েছে। খবর সিএনএনের।
সোমবার ইন্দোনেশিয়ার স্থানীয় সময় ৮টা ৫০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় চারজন পুলিশ সদস্য এবং ছয়জন বেসামরিক মানুষ আহত হয়েছেন। তবে এ পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
একটি মোটরসাইকেলে দুইজন হামলাকারী পুলিশ স্টেশনের সামনে এ হামলা চালায়। মোটরসাইকেলে একজন পুরুষ এবং একজন নারী সদস্য ছিলেন।
প্রসঙ্গত, গতকাল রোববার সুরাবায়া শহরের তিনটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন মারা যান। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এ হামলা চালানো হয়। হামলার পর সুরাবায়ায় সব গির্জা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী।
পুলিশ জানায়, হামলাকারীরা একই পরিবারের সদস্য- মা ও বাবা, দুই মেয়ে এবং দুই ছেলে। মেয়ে দুটির একজনের বয়স মাত্র ৯, অন্যজনের ১২ বছর। ছেলে দুটির বয়স যথাক্রমে ১৬ ও ১৮ বছর। তারা সবাই স্থানীয় জঙ্গি নেটওয়ার্ক জামাহ আনসারুত দাউলার (জেএডি) সদস্য। সংগঠনটি মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কট্টর সমর্থক।
বাংলাদেশ সময়: ১৩:৩২:২৩ ৭২৩ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #Indonesia police hq attack #World News