রবিবার, ১৩ মে ২০১৮
ইন্দোনেশিয়ার গির্জায় হামলায় ১১ জন নিহত , আহত ৪১
Home Page » অর্থ ও বানিজ্য » ইন্দোনেশিয়ার গির্জায় হামলায় ১১ জন নিহত , আহত ৪১বঙ্গ-নিউজঃ ইন্দোনেশিয়ার পুলিশ বলছে যে একটি গোটা পরিবার আজ সেখানকার তিনটি গির্জায় আত্মঘাতী বোমা বিস্ফোরণের জন্য দায়ি । সুরাবায়া শহরে ঐ আক্রমণে অন্তত ১১ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছেন। আত্মঘাতী ঐ পরিবারের মধ্যে শিশু এবং উঠতি বয়সী ছেলে মেয়ে ও ছিল।কথিত ইসলামিক স্টেট ইন্দোনেশিয়ার এই দ্বিতীয় বৃহত্তম শহরে বিস্ফোরণ ঘটানোর দায় স্বীকার করেছে। জাতীয় পুলিশ প্রধান টিটো কারনাভিয়ান বলেছেন , বোমাবজদের মধ্যে ছিল পরিবারের বাবা-মা , দুই কন্যা যাদের বয়স ৯ এবং ১২ আর দু জন কিশোর বয়সী পুত্র। তিনি বলেন তারা ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত জেমাহ আনশারুত দৌলা গোষ্ঠিটির সঙ্গে সম্পৃক্ত ছিল।
ইন্দোনেশিয়ার মুসলিম ও খ্রীষ্টান সংগঠনগুলো এই আক্রমণের নিন্দে করেছে এবং এই বলে বিবৃতি দিয়েছে যে পৃথিবীতে এমন একটি ধর্মো নেই যারা লক্ষ্য অর্জনে সন্ত্রাসকে যৌক্তিক বলে মনে করে। এই সংগঠনগুলো সরকারকে , সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলায় দ্রুত এবং চূড়ান্ত ব্যবস্থা নিতে আহ্বান জানায়।
পুলিশ সুরাবায়া শহরের সব গির্জা সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ঐ শহরে বিশাল একটি খাদ্য উৎসবো বাতিল করা হয়েছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার সব গির্জা আজ সকালের প্রার্থনা সভা বাতিল করে। সুরাবায়ায় বোমা হামলার পর জার্কার্তায় উচ্চ সতর্কীকরণ জারি করা হয়েছে। জাতীয় পুলিশ রাজধানীতে , বিশেষত গুরুত্বপুর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরালো করেছে।
বাংলাদেশ সময়: ২০:০৮:৪৭ ৬৬৯ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #breaking news #indonasia attack #World News