বুধবার, ২৭ জুন ২০১৮

পরাণ কথন- সৌরভ বর্মন গৌতম

Home Page » বিনোদন » পরাণ কথন- সৌরভ বর্মন গৌতম
বুধবার, ২৭ জুন ২০১৮



 সৌরভ বর্মন গৌতম

 

 বঙ্গ-নিউজ:

আসমানে তে চান বন্ধু 
জমিনেতে তুমি
তোমার সাথে না কইলে কথা
কান্দে হৃদয় ভূমি।
তুমি আমার স্বর্গ বন্ধু
তুমি আমার সুখ
তোমারে না দেখলে বন্ধু
ভাঙ্গে আমার বুক।
অগ্নি পরীক্ষা দিতে আমার
অন্তরে নাই ডর
স্বপন দেখি তোমায় নিয়া
বাধবো সুখের ঘর ।
আসমানের চান চাইলে বন্ধু
এনে দিতে রাজি
তুমি চাইলেই
ধরতে পারি নিজের জীবন বাজি।

*************

বাংলাদেশ সময়: ১০:৪২:২৬   ৫২১ বার পঠিত   #  #  #  #  #  #