শুক্রবার, ১১ মে ২০১৮
কম্পিউটারের স্বয়ংক্রিয় কন্ট্রোলিংয়ের কারণেই আকাশে উড়েনি বঙ্গবন্ধু স্যাটেলাইট
Home Page » এক্সক্লুসিভ » কম্পিউটারের স্বয়ংক্রিয় কন্ট্রোলিংয়ের কারণেই আকাশে উড়েনি বঙ্গবন্ধু স্যাটেলাইট
বঙ্গ-নিউজ: মহাকাশ পানে উড়ার মিনিটেরও কম সময়ের আগে আটকে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোররাত ৩টা ৪৭ মিনিটে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহটির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশ পানে যাত্রা শুরুর কথা ছিল।
সব প্রস্তুতি সেরে উৎক্ষেপণের প্রক্রিয়া শুরুর মিনিট খানেক আগে সমস্যা দেখা দেওয়ায় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়নি লঞ্চ প্যাড থেকে। কেনেডি স্পেস সেন্টার থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, উৎক্ষেপণের ঠিক দুই মিনিট আগে এটি কম্পিউটারের কন্ট্রোলে চলে যায়। তখন কম্পিউটারই সব ঠিক করে। হয়ত কিছু সমস্যা ছিল এজন্য উৎক্ষেপণ স্থগিত করা হয়।
আজ শুক্রবার দিনগত রাতে ঠিক একই সময় পুনরায় উৎক্ষেপণের সময় নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ৯:০২:৪৫ ৬১৪ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম