
শুক্রবার, ১১ মে ২০১৮
উড়তে গিয়েও উড়ল না স্যাটেলাইটটি, আজ রাত ২.১৪ সময় পুনঃ উড্ডয়ন করবে
Home Page » এক্সক্লুসিভ » উড়তে গিয়েও উড়ল না স্যাটেলাইটটি, আজ রাত ২.১৪ সময় পুনঃ উড্ডয়ন করবে
বঙ্গ-নিউজ: ভোররাত ৩টা ৪৭ মিনিটে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশ পানে যাত্রা শুরুর কথা ছিল।
সব প্রস্তুতি সেরে উৎক্ষেপণের প্রক্রিয়াও শুরু হয়েছিল; কিন্তু মিনিট খানেক আগে সমস্যা দেখা দেওয়ায় স্যাটেলাইটটি আর ওড়েনি লঞ্চ প্যাড থেকে।
বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি ‘স্পেসএক্স’ এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, স্যাটেলাইট উৎক্ষেপণটি ২৪ ঘণ্টার মতো পিছিয়ে যাচ্ছে। কী সমস্যা দেখা দিয়েছে, তা চিহ্নিত করা যায়নি। তবে আজ দিবাগত রাত ২.১৪ থেকে ৪.১৪ এর মধ্যে পুনরায় উড্ডয়নের জন্য সময় নির্ধারন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৮:৩৩:৪৫ ৬০৮ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম