শনিবার, ১৫ জুন ২০১৩

“মেসি ছাড়িয়ে গেলেন ম্যারাডোনাকে “

Home Page » খেলা » “মেসি ছাড়িয়ে গেলেন ম্যারাডোনাকে “
শনিবার, ১৫ জুন ২০১৩



messi-sm20130615052940.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ ম্যারাডোনা না মেসি, কে সেরা? এনিয়ে নানা মুনির নানা মত থাকতে পারে। কিন্তু শুক্রবার হ্যাটট্রিক করে আর্জেন্টিনার সর্বকালের সেরা গোলদাতার তালিকায় ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন চারবারের ফিফা ব্যালন ডি’অরজয়ী মেসি।গুয়েতেমালার সঙ্গে এদিন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা। প্রতিপক্ষকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে দুবারের বিশ্বজয়ীরা। দেশের হয়ে এদিন হ্যাটট্রিকের পাশাপাশি বাকি গোলও বানিয়ে দিয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড।

হ্যামস্ট্রিং চোটে আগের দুটি ম্যাচে বদলি খেলোয়াড় হয়ে মাঠে নেমেছিলেন মেসি। কিন্তু গুয়েতেমালার বিপক্ষে শুরু থেকে ছিলেন। দূরপাল্লার শটে ১৫ মিনিটে গোলমুখ খোলেন মেসি। অগাস্তো ফার্নান্দেজকে দিয়ে দ্বিতীয় গোলটিও বানিয়ে দেন তিনি। বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি থেকে গোল করে ম্যারাডোনাকে ছুঁয়ে ফেলেন ২৫ বছর বয়সী এই তারকা। দ্বিতীয়ার্ধে ফিরে এসে এজিকুয়েল লাভেজ্জির পাসে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। একই সঙ্গে দুবারের বিশ্বকাপজয়ী ম্যারাডোনাকেও ছাড়িয়ে যান তিনি।

দেশের হয়ে সর্বকালের সেরা গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে মেসি। ৩৫ গোলে তিনি যৌথভাবে আছেন সাবেক তারকা হার্নান ক্রেসপোর সঙ্গে। ২১ গোলের ব্যবধানে শীর্ষে গ্যাব্রিয়েল বাতিস্তুতা।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:২৪   ৪২৭ বার পঠিত