
বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা
Home Page » অর্থ ও বানিজ্য » হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা
বঙ্গ-নিউজ: সৌদি আরবের রাজধানী রিয়াদের অর্থনৈতিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা। দারিদ্রপীড়িত দেশটির ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ খবর দিয়েছে পার্সটুডে।
ইয়েমেনের জয়েন্ট অপারেশন কমান্ড এক বিবৃতিতে বলেছে, দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে এবং নিখুঁতভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা এ খবর দিয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের মধ্যভাগে চারটি বিকট শব্দ শোনা গেছে কিন্তু ক্ষয়ক্ষতির কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায় নি। সৌদি সরকার দাবি করেছে, তদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রগুলোকে ভূপাতিত করেছে।
আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ইয়েমেনের সেনা কর্মকর্তা কর্নেল আজিজ রাশিদ জানিয়েছেন, গতকালের এ ক্ষেপণাস্ত্র হামলা সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। সৌদি আগ্রাসনে ইয়েমেন কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:০১:৩৯ ৫১২ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news #bongo-news(বঙ্গ-নিউজ) #জাতীয় #শিরোনাম