মঙ্গলবার, ৮ মে ২০১৮

রাবি অধ্যাপক রেজাউল হত্যায় ২ জনের মৃত্যদণ্ড

Home Page » জাতীয় » রাবি অধ্যাপক রেজাউল হত্যায় ২ জনের মৃত্যদণ্ড
মঙ্গলবার, ৮ মে ২০১৮



ফাইলে ছবি

বঙ্গ-নিউজঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় দুইজনের মৃত্যদণ্ডের রায় দিয়েছেন আদালত। এছাড়া তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন শরিফুল ইসলাম ও মাসকাওয়াত হাসান। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন-আবদুস সাত্তার, রিপন আলী ও রহমত উল্লাহ।

২০১৬ সালের ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজের বাড়ির অদূরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে। আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত শেষে ২০১৭ সালের ৬ নভেম্বর আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা।

আট আসামির মধ্যে খায়রুল ইসলাম বাঁধন, নজরুল ইসলাম ও তারেক হাসান অভিযোগপত্র দেয়ার আগেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

বাংলাদেশ সময়: ১৪:৪৯:৩৬   ৫২৯ বার পঠিত   #  #  #  #  #  #