শনিবার, ১৫ জুন ২০১৩
” জীবনকে বেশি সম্মান করেন প্রেমের চেয়ে শাহরুখ খান”
Home Page » বিনোদন » ” জীবনকে বেশি সম্মান করেন প্রেমের চেয়ে শাহরুখ খান”বঙ্গ- নিউজ ডটকমঃ বলিউড সুপারস্টার শাহরুখ খান বললেন, প্রেম কখনোই জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়।১৯৯২ সালে শাহরুখ খানের ‘দিওয়ানা’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এরপর ২১ বছর ধরেই তিনি নিজেকে রোম্যান্টিসিজমের দেবতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ভারতের প্রায় প্রতিটি ঘরে ।
প্রেমকে তিনি বারেবারেই ‘লার্জার দ্যান লাইফ’ এর আসনে বসিয়েছেন। সেই বলিউড বাদশাহ বৃহষ্পতিবার জানিয়েছেন, জীবনকে সবকিছুর চেয়ে বেশি সম্মান জানানো উচিৎ।
৩ জুন মুম্বাইয়ের জুহু অঞ্চলের সাগর সংগীত অ্যাপার্টমেন্টে ২৫ বছরের জিয়া খানের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অভিনেত্রী জিয়া খান তার শেষ চিঠিতে আত্মহত্যার জন্য সুরজ পাঞ্চালীর সঙ্গে ভেঙ্গে যাওয়া প্রেমের সম্পর্ককেই দায়ী করেন।
সুরজকে গ্রেফতার করেছে পুলিশ।
শাহরুখ তার আগামী ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’ সম্পর্কে বলতে গিয়ে এক পর্যায়ে বলেন, প্রতিটি মানুষের কাছেই ভালোবাসার ভিন্ন ভিন্ন সংজ্ঞা থাকে।
তিনি আরো বলেন, আজ পর্যন্ত তার অভিনীত চরিত্রগুলি অন্য কারো লেখা। আর সেই লেখকের চিন্তায় প্রেমের যে সংজ্ঞা এসেছে সেটাই তিনি ফুটিয়ে তুলেছেন।
তার নিজের মতামতের ক্ষেত্রে তিনি বলেন, ‘আমার মনে হয় প্রেমের থেকে জীবনকে বেশি সন্মান করা উচিৎ।’
এ প্রসঙ্গে তিনি তার গুণগ্রাহীদের কিছু বলতে চান কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘জীবনে সমস্যা আসবেই, কিন্তু তাতে আশা হারালে চলবে না। সমস্ত সমস্যাই ধীরে ধীরে সমাধান হয়ে যাবে।’
গত এক দশকের হিসাব অনুযায়ী ভারতে তরুণ-তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। আর এর কারণ হিসেবে সমাজ বিজ্ঞানীরা নানা ধরনের সামাজিক সমস্যাকে দায়ী করেছেন ।
এখন দেখার বিষয় শাহরুখ খানের এ ব্যক্তব্য তার অগণিত গুণগ্রাহীদের মধ্যে কতটা প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশ সময়: ১৫:১৩:১৬ ৪৩৮ বার পঠিত