সোমবার, ৭ মে ২০১৮

আইপিএলে সাকিবের হায়দরাবাদের মুখোমুখি কোহলির বেঙ্গালুরু

Home Page » ক্রিকেট » আইপিএলে সাকিবের হায়দরাবাদের মুখোমুখি কোহলির বেঙ্গালুরু
সোমবার, ৭ মে ২০১৮



সাকিবের হায়দরাবাদের মুখোমুখি কোহলির বেঙ্গালুরু
আইপিএলে দিনের একমাত্র ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এবারের আইপিএলে দুরন্ত ছন্দে আছে হায়দরাবাদ। এখন পর্যন্ত ৯ ম্যাচের ৭টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অরেঞ্জ আর্মিরা। ব্যাটে-বলে সমানতালে পারফরম করে চলেছেন তারা। এ ম্যাচেই জয়ের লক্ষ্যে মাঠে নামবেন সাকিব-রশিদরা।

সাবেক চ্যাম্পিয়নদের সবকটি ম্যাচেই মাঠে নেমেছেন সাকিব। ব্যাট হাতে করেছেন ১২৩ রান। বোলিংয়ে শিকার ৮ উইকেট। এ ম্যাচেও বিশ্বসেরা অলরাউন্ডার খেলবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে নাজুক অবস্থা বেঙ্গালুরুর। ৯ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে আছে বেঙ্গালুরু। টুর্নামেন্টে সামান্যতম আশা জিইয়ে রাখতে হলে এ ম্যাচে জয়ে ভিন্ন কোনো পথ খোলা নেই কোহলি বাহিনীর। জয় পেতেই মাঠে নামতে চান তারাও।
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ (সম্ভাব্য) : শিখর ধাওয়ান, আলেক্স হেলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনীশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রশীদ খান, সন্দ্বীপ শর্মা, ভুবনেশ্বর কুমার ও সিদ্ধার্থ কাউল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ (সম্ভাব্য) : মানান ভোহরা/পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), ব্রেন্ডন ম্যাককালাম, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, মন্দ্বীপ শর্মা, কলিন ডি গ্র্যান্ডহোম, মুরুগান অশ্বিন, টিম সাউদি, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল ও মোহাম্মদ সিরাজ।

বাংলাদেশ সময়: ১৮:০৭:৩৫   ৭৮৯ বার পঠিত