সোমবার, ৭ মে ২০১৮

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হলেন তরফদার মো. রুহুল আমিন

Home Page » অর্থ ও বানিজ্য » চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হলেন তরফদার মো. রুহুল আমিন
সোমবার, ৭ মে ২০১৮



ফাইল ছবি পরিচালক তরফদার মো. রুহুল আমিন। ফাইল ফটো

বঙ্গ-নিউজ: চট্টগ্রাম: শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই) পরিচালক হয়েছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

সোমবার (০৭ মে) সিসিসিআই’র টাউন গ্রুপে তাকে পরিচালক নির্বাচিত করা হয়। সিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বঙ্গ-নিউজকে বলেন, তরফদার মো. রুহুল আমিনকে সিসিসিআইর টাউন গ্রুপে পরিচালক নির্বাচিত করা হয়েছে। আমরা আশাকরি, তার মেধা, শ্রম ও আন্তরিকতায় দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

প্রতিক্রিয়া জানতে চাইলে তরফদার মো. রুহুল আমিন বঙ্গ-নিউজকে বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী ও অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম। শতবর্ষী বাণিজ্য সংগঠন হিসেবে চিটাগাং চেম্বার বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, পথ প্রদর্শক। এখানে দেশের প্রধান সমুদ্রবন্দর, যা দিয়ে আমদানি-রপ্তানির ৯২ শতাংশ পরিবাহিত হয়।

‘ঐতিহ্যবাহী এ চেম্বারের পরিচালক হিসেবে আমি এ জনপদে ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আনতে এবং সরকারের উন্নয়নযজ্ঞে সক্রিয় ভূমিকা রাখতে সচেষ্ট থাকবে। একই সঙ্গে সারা দেশে অর্থনৈতিক অগ্রযাত্রাকে বেগবান রাখতে কাজ করবো।’

বাংলাদেশ সময়: ১৬:১৪:০৮   ১১৯৩ বার পঠিত   #  #  #  #  #  #  #