সোমবার, ৭ মে ২০১৮
ট্রাক উল্টে নিহত ৩, আহত ১০ উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ
Home Page » আজকের সকল পত্রিকা » ট্রাক উল্টে নিহত ৩, আহত ১০ উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশবঙ্গ-নিউজঃ গোপালগঞ্জে ধানবোঝাই ট্রাক উল্টে ৩ জন ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলেন কামরুল কাজী (৬৫), মাইনুল (৫০) ও মাহামুদুল হাসান ময়না (৪০)।
সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন রফিকুল ইসলাম (৩৮), আব্দুল রাজ্জাক (৩০), আনিচ সরদার, শহিদ (৫০), মাহমুদ (৫৫)। আহত বাকী ৫ জনের পরিচয় জানা যায়নি। হতাহতদের বাড়ি খুলনা জেলার বৈঠাঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বরিশালের অগৈলঝরার বাকলা গ্রামে ধান কেটে শ্রমিকরা তাদের ভাগের ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা ধানের বস্তা শ্রমিকদের শরীরের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই মাইনুল ও ময়না নামে দুই শ্রমিক নিহত ও অপর ১১ শ্রমিক আহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কামরুল কাজী নামে আরো একজনের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৩:২৪:৩৩ ৫৮২ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News